মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে সাফ নারী ফুটসালের প্রথম আসরের শিরোপা জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে এই জয়ের মধ্য দিয়ে টানা তিনটি সাফ শিরোপা ঘরে তুললো লাল-সবুজের মেয়েরা।
এর আগে পাকিস্তানকে ৯-১ গোলে হারানোর পরই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়ে যায়। শেষ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমে প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় সাবিনারা।
রোববার (তারিখ) থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতে প্রথম গোলটি করে এগিয়ে যায় মালদ্বীপ। তৃতীয় মিনিটে গোল হজম করার তিন মিনিট পরই সাবিনা খাতুনের ফ্রিকিক গোলে ম্যাচে ফেরে বাংলাদেশ।
৭ মিনিটে পেনাল্টি মিস করেন সাবিনা খাতুন। তবে এরপর আর থামেনি বাংলাদেশ। ১৩ মিনিটে ফ্রিকিক থেকে আবারও গোল করে দলকে এগিয়ে দেন সাবিনা। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ব্যবধান বাড়ে ৩–১। পরের মিনিটে লিপি আক্তারের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪–১।
১৮ মিনিটে লিপি আক্তার নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৫–১। একই মিনিটে নওশনের গোলে ৬–১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা খাতুন। পরের মিনিটে সুমাইয়ার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৮–১। ২৬ মিনিটে সাবিনা নিজের চতুর্থ গোল করে দলকে এগিয়ে দেন ৯–১ ব্যবধানে।
৩০ মিনিটে নিলুফার নিলার গোলে বাংলাদেশ পৌঁছে যায় ১০–১ ব্যবধানে। পরের মিনিটে লিপি আক্তার নিজের তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান ১১–১। এরপর কৃষ্ণা রানী সরকার ১২–১ করেন।
খেলার শেষ দিকে মেহেনুর আক্তার ১৩তম গোলটি করেন। দলের ১৪তম ও শেষ গোলটি আসে মাসুরা পারভীনের পা থেকে। শেষ মুহূর্তে একটি গোল শোধ দেয় মালদ্বীপ। এই জয়ের মাধ্যমে সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ জিতলো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুটি আসর এবং এবার সাফ নারী ফুটসালের প্রথম শিরোপা-টানা তিনটি সাফ ট্রফি।
