ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তা (বাটার মোড়) এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
পথসভায় ইশরাক হোসেন বলেন, তিনি আগে কখনো সরকারি বা দলীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না, ফলে নিজেকে প্রমাণ করার সুযোগও পাননি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে একটি সুযোগ চাই। ইনশাআল্লাহ, আমি আপনাদের কোনোভাবেই হতাশ করব না।’
তিনি আরও বলেন, তার বাবা মরহুম সাদেক হোসেন খোকা এ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ঢাকা-৬ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই সূত্র ধরে তিনি এবারের নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করেন।
ইশরাক হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’
এর আগে সকালে আনুষ্ঠানিক প্রচার শুরুর অংশ হিসেবে ইশরাক হোসেন রাজধানীর জুরাইন কবরস্থানে গিয়ে তার বাবা, প্রয়াত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। এরপর তিনি বাংলাবাজার চৌরাস্তা এলাকা থেকে হেঁটে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
ম্যাংগোটিভি /আরএইচ

