ক্ষমতায় গেলে জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে বিএনপির প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা চাই জনগণ সুবিধা পাক। কিন্তু ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দিতে হবে না তো-এই প্রশ্ন জনগণের।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরের আদর্শ হাইস্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে ঋণখেলাপিদের সংসদে নেওয়ার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘যারা ঋণ পরিশোধ করেনি, তারা সংসদে গেলে কি ঋণ শোধ করবে? না, তারা আবার ঋণ নেবে, আবার লুট করবে, আবার টাকা বিদেশে পাচার করবে।’
নির্বাচনের সুষ্ঠুতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে সব দল ও জোটের প্রতি সমান আচরণ করতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা এখনো মাঠে নামিনি। আমাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না।’
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। জনগণই তাদের রুখে দেবে।
বস্তিবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বস্তিবাসী ফ্ল্যাট চায় না, তারা চায় নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান।’
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তনের নির্বাচন। ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতারা।
ম্যাংগোটিভি /আরএইচ

