নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে সরকারের। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে, যা সাধারণভাবে প্রকাশ করার বিষয় নয়। তবে বৈঠকে ক্রিকেটারদের জানানো হয়েছে-কোন কোন কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

ক্রীড়া উপদেষ্টা আরও জানান, সরকার আশা করছে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গুরুত্বসহকারে বিবেচনা করবে। সেই সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজন বা সেখানে বাংলাদেশ দলের অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দেই, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপে না খেলা, এটা সরকারের সিদ্ধান্ত। কোন একটা দেশের মানুষ অন্য দেশে গেলে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, এটা সরকার বিবেচনা করে দেখে। অন্য কারোর এটা বিবেচনার সুযোগ নেই।’

বিশ্বকাপে না গেলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতির প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে গিয়ে বিশ্বকাপে খেললে বাংলাদেশের কী ক্ষতি হবে, সেটাও বিবেচনা করা উচিত। মাথানত করে, নিজের দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে, এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে, নির্ঘাত ঝুঁকির মধ্যে শুধু খেলোয়াড় নয়, দর্শক-সাংবাদিকদের ঠেলে দিলে কী ক্ষতি হতে পারে সেটাও বিবেচনায় নেওয়া উচিত।’

ক্রীড়া উপদেষ্টা আশা করছেন, বাংলাদেশ দল আইসিসির থেকে সুবিচার পাবে এবং ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেবে। বিশ্বকাপে খেলা বাংলাদেশের অধিকার। সেই আশাবাদ নিয়ে অপেক্ষা করছেন তারা।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে যে কথা হয়েছে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তাদের কোন কথা আমি সাংবাদিকদের বলবো না। তারা বললে বলতে পারে। আমাদের বৈঠকের উদ্দেশ্য ছিল, কেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা তাদের বুঝিয়ে বলা। আমার মনে হয়েছে, তারা বুঝতে পেরেছে। তারা বৈঠকে কী কী বলেছে সেটা বলার অধিকার আমার নেই।’

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version