দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের ভেরিফায়েড পেজ থেকে হ্যাকাররা একটি পোস্ট প্রকাশ করে।

হ্যাকাররা তাদের পোস্টে লিখেছে, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এছাড়া আরও কয়েকটি পোস্ট পেজ থেকে প্রকাশ করা হয়েছে।

যদিও পেজের মূল নাম পরিবর্তন করা হয়নি, তবে হ্যাকাররা পেজের নিকনেম পরিবর্তন করে নিজেদের নাম ব্যবহার করেছে। প্রোফাইল ও কাভার ফটোও বদলে হ্যাকারদের ছবি বসানো হয়েছে।

ইসলামী ব্যাংক এ ঘটনার বিষয়ে মন্তব্য বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

Share.
Exit mobile version