জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দক্ষিণী সুপারস্টার প্রভাসকে নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার ওই কম্পনের পর দেশটির উত্তর–পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
এরই মধ্যে জানা যায়, ‘বাহুবলী: দ্য এপিক’-এর বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিতে সম্প্রতি জাপানে গিয়েছেন প্রভাস। তবে ভূমিকম্পের পর তার সঙ্গে যোগাযোগ করা না গেলে ভক্তদের উৎকণ্ঠা আরও বাড়ে।
অবশেষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রভাসের অবস্থা নিশ্চিত করেন তার নতুন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালক মারুতি। তিনি জানান, ‘প্রভাসের সঙ্গে কথা হলো। সে সম্পূর্ণ নিরাপদে রয়েছে। সবচেয়ে বড় কথা-সে টোকিওতে নেই।’
আগামী ১২ ডিসেম্বর জাপানে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী’-এর দু’টি পর্ব। সেই উপলক্ষে দেশটিতে পৌঁছেছেন প্রভাস। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণী তারকাকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত ও সিনেমাপ্রেমীদের মধ্যে।
পরিচালক মারুতি নিজের এক্স হ্যান্ডেলেও প্রভাসের নিরাপত্তার খবর জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন।

