রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’তে কথিত জঙ্গি নাটক সাজিয়ে নয় তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে সকালে ট্রাইব্যুনালে মামলাটিতে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মামলার অন্য আসামিরা হলেন—সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা। মামলায় মোট ১১ জন আসামির মধ্যে এ কে এম শহীদুল হক, আসাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে নয় তরুণকে আটক করে রাখা হয়। পরবর্তীতে সোয়াট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সেখানে অভিযান চালিয়ে গুলি করে তাদের হত্যা করে। এ ঘটনাকে ‘জঙ্গি হত্যা’ হিসেবে প্রচার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভয়ের সংস্কৃতি তৈরির অংশ হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে এই নাটক সাজান। নিহত তরুণদের দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছিল; তাদের মধ্যে কেউ কেউ দুই থেকে তিন মাস ডিবি হেফাজতে ছিলেন। পরে রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সে সময় তথাকথিত জঙ্গি নাটক নিয়মিত ঘটনায় পরিণত হয়। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে হত্যা করে জনমনে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version