ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন সিনেমার গান না করার ঘোষণা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে একটি নতুন সিনেমার গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না। তিনি লেখেন, ‘পরিষ্কার করে বলছি-আমি সংগীতের কাজ বন্ধ করছি না।’

এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি অরিজিৎ সিং। পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে তিনি জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করবেন। ফলে চলতি বছরে তার কণ্ঠে আরও কিছু সিনেমার গান প্রকাশ পাবে।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে মেনে নিতে কষ্টের কথা জানিয়েছেন, কেউ কেউ আবার প্রিয় ক্রিকেটারের অবসরের সঙ্গে তুলনা করেছেন।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সংগীতজগতে যাত্রা শুরু করা অরিজিৎ সিং ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর প্রেম, বিরহ, ভক্তিগীতি থেকে শুরু করে নানা ঘরানার গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননাও অর্জন করেছেন এই শিল্পী।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version