ভারতের কেন্দ্রীয় সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ধরনের সাফল্য পেয়েছে। দেশটিতে অক্টোবর মাসে খুচরা মূল্যস্ফীতির হার নেমে এসেছে দশমিক ২৫ শতাংশে, যা ২০১৫ সালে সূচক চালুর পর সর্বনিম্ন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্যের দাম কমা, করছাড় ও জিএসটি হ্রাসের ফলে এ সাফল্য এসেছে।

অক্টোবর মাসে ভারতের খাদ্য মূল্যসূচক কমেছে ৫ দশমিক শূন্য ২ শতাংশ, যা ভোক্তা মূল্যসূচকের ইতিহাসে সর্বোচ্চ পতন। বিশেষ করে সবজির দাম ২৭ শতাংশের বেশি কমেছে। টমেটো, পেঁয়াজ ও আলুসহ নিত্যপণ্যের দামে এই পতন ভোক্তাদের বড় স্বস্তি দিয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ভারতের অর্থনীতিও চাঙা রয়েছে। চলতি অর্থবছরের এপ্রিল-জুন মেয়াদে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ, যা আগামী মাসে সুদহার কমানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

অন্যদিকে, বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো ৮ শতাংশের ঘরে। অক্টোবর মাসে তা কিছুটা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে। বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির মাধ্যমে নীতি সুদহার ১০ শতাংশে উন্নীত করলেও তাতে বাজারে খুব বেশি প্রভাব পড়েনি।

অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির পাশাপাশি রাজস্বনীতি ও বাজার ব্যবস্থাপনার সমন্বিত পদক্ষেপ জরুরি।

Share.
Exit mobile version