পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ হকি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা হেরে যায় ৮-২ গোলের ব্যবধানে।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। চতুর্থ মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। যদিও এরপর দ্রুতই সমতা ফেরায় বাংলাদেশ, কিন্তু এরপর একের পর এক গোল হজম করে বসে লাল-সবুজের দল।
৮-১ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে বাংলাদেশের খেলোয়াড়রা হারের ব্যবধান কিছুটা কমান।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের খেলোয়াড় রোমান সরকারকে। বল দখলের লড়াইয়ে পাকিস্তানি খেলোয়াড়ের স্টিকের আঘাতে মাথায় গুরুতর চোট পান তিনি। মাঠে তাৎক্ষণিক চিকিৎসা শেষে দ্রুত হাসপাতালে নেওয়া হয় রোমানকে।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামীকাল (১৪ নভেম্বর) বিকেল ৩টায় একই ভেন্যুতে। এই সিরিজে জিতলেই হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের বড় হারে সেই লক্ষ্য এখন কঠিন হয়ে গেছে।

