আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কেনা হবে। পাশাপাশি দলীয় নেতাদের নিরাপত্তার জন্য আরও দুটি বুলেটপ্রুফ মিনি বাস কেনার অনুমতিও দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়, আর গত জুন মাসে একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল। তবে কোন দেশ থেকে গাড়িগুলো আনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। দলীয় একটি সূত্র জানিয়েছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশে জনসংযোগ করবেন, মানুষের সঙ্গে মিশবেন। তাই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি খুব কমই দেওয়া হয়। অতীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি দূতাবাস প্রতিনিধিদের জন্য এ ধরনের অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) তথ্য অনুযায়ী, জাপান, কানাডা ও জার্মানি বুলেটপ্রুফ গাড়ি তৈরিতে অগ্রগামী। একেকটি গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার, আর আমদানিতে ৮০০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়-যার ফলে মোট খরচ দাঁড়ায় প্রায় ২২ কোটি টাকা।

এদিকে বিএনপি নেতৃত্বের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের অনুমতিরও আবেদন করেছে দলটি। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্স চাওয়া হয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারেন। সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষ বা সন্ত্রাসী হামলার আশঙ্কা বিবেচনা করেই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনাপত্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে- ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’ নামে পরিচিত এই ইউনিট তার যাতায়াত ও জনসভায় বিশেষ পোশাকে দায়িত্ব পালন করে।

Share.
Exit mobile version