বিকাশ অ্যাপের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা ডিপিএসের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। মাত্র চার বছরের মধ্যেই গ্রাহকদের এমন সাড়া মেলে দেশের ডিজিটাল সেভিংস সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

বিকাশ জানায়, অ্যাপ থেকে দিনে-রাতে যেকোনো সময় মাত্র ২৫০ টাকা দিয়েই মাসিক বা সাপ্তাহিক ডিপিএস খোলা যাচ্ছে। এক প্ল্যাটফর্ম থেকেই একাধিক প্রতিষ্ঠানের সঞ্চয় পরিকল্পনায় যুক্ত হওয়ার সুবিধা দ্রুত সময়ে এই অর্জনে ভূমিকা রেখেছে।

২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের ডিপিএস সেবা যুক্ত হওয়ার মাধ্যমে যাত্রা শুরু করে বিকাশ-এর সেভিংস সেবা। পরে পর্যায়ক্রমে যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ২০২৪ সালে অ্যাপে চালু হয় সাপ্তাহিক ডিপিএস। ইসলামী শরিয়াহভিত্তিক সঞ্চয়ে আগ্রহীদের জন্য রয়েছে দুই ব্যাংকের ইসলামিক ডিপিএস সুবিধাও।

বিকাশ জানায়, অ্যাপের মাধ্যমে খোলা ডিপিএসের ৩০ শতাংশই খুলেছেন নারীরা। এ ছাড়া গ্রাহকদের ৮০ শতাংশই রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বাইরে বসবাস করেন। দেশের ৬৪ জেলার গ্রাহকই ডিপিএস খুলেছেন বিকাশ অ্যাপ ব্যবহার করে।

প্রতিবেদন অনুযায়ী, মোট ডিপিএসের ৫৫ শতাংশই খোলা হয়েছে ব্যাংক সময়ের বাইরে-যা গ্রাহকদের ডিজিটাল সুবিধার প্রতি আস্থাকে তুলে ধরে। এ ছাড়া মেয়াদপূর্তির ডিপিএস গ্রাহকদের ৯৬ শতাংশই আবার নতুন ডিপিএস খুলতে আগ্রহ প্রকাশ করেছেন।

গ্রাহকরা সাপ্তাহিক বা মাসিকভেদে ৬ মাস থেকে ৪ বছর মেয়াদের ডিপিএসে ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জমা দিতে পারেন। ডিপিএসের মুনাফা, জমা, মেয়াদসহ সব তথ্য অ্যাপে দেখা যায়। মেয়াদ শেষে গ্রাহকরা মূল অর্থ ও মুনাফা ক্যাশ আউট চার্জ ছাড়াই তুলতে পারেন।

ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য করতে বিকাশের এই সেভিংস সেবা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

Share.
Exit mobile version