চলতি নভেম্বরের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার ৪৯৭ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)। শুধু গতকাল বুধবার (১৯ নভেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২৬৮ কোটি ৮০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের নভেম্বরের প্রথম ১৯ দিনের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩০ দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র
২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ২১৫ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ৪৭ কোটি ৪০ লাখ ডলার।

রেমিট্যান্সে এ প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version