রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি’র ৩৮তম জোন হিসেবে ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাজধানীর শহীদ আবরার ফাহাদ এভিনিউতে অবস্থিত জোনাল অফিসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। এগারটি শাখা ও তিনটি উপশাখা নিয়ে গঠিত এই জোনাল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আব্দুল কাদের জিলানী ও স্বপ্না চক্রবর্তী, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, আফরোজা সুলতানা ও মো. আবদুল মান্নান মিয়া, রমনা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. রফিকুল করিম ও মো. মামুনুর রশীদ মোল্লাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন জোনাল অফিসের মাধ্যমে ঢাকা দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রূপালী ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সঙ্গে গ্রাহকসেবা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে এ জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
ম্যাংগোটিভি /আরএইচ

