বিশ্বের অন্যতম জনপ্রিয় আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেপ্যাল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। তবে নতুন বাজারে প্রবেশের ক্ষেত্রে তাদের নিজস্ব দীর্ঘ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য প্রক্রিয়া থাকায় সেবা চালু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি বলেন, ‘নীতিগতভাবে পেপ্যাল বাংলাদেশে প্রবেশে আগ্রহী। তবে তারা হুট করে কোনো বাজারে ঢোকে না। অভ্যন্তরীণ আলোচনা, বিশ্লেষণ এবং পরিচালনা পর্ষদ পর্যায়ের অনুমোদনের মাধ্যমে ধাপে ধাপে সিদ্ধান্ত নেয়।’

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক তৎপরতা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

লুৎফে সিদ্দিকী জানান, বাংলাদেশে সুশাসন ও নীতিগত সংস্কারে অগ্রগতির কারণে পেপ্যালের আস্থা বেড়েছে। এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর মাসে পেপ্যালের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে।

দাভোস সম্মেলনে তিনি প্রায় ১৮ থেকে ২০টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আইএমএফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে শুল্ক ব্যবস্থা ও বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা হয়। লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সঙ্গে সরকারের সংস্কার পরিকল্পনার মিল রয়েছে। ফলে শুল্ক বিষয়ে শিগগিরই ইতিবাচক ঘোষণা আসতে পারে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পাওয়ায় শ্রম সংস্কারে বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। এর ফলে ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version