বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী পাঁচ মৌসুমে ঢাকা ক্যাপিটালসের মালিকানা থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
গত আসরেই প্রথমবারের মতো শাকিব খান তার কোম্পানি ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’-এর মাধ্যমে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেন। দলটি মাঠে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও বিপিএল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এবারও শাকিবের মালিকানায় দলটি থাকছে বলে জানা গেছে। যদিও এ বিষয়ে শাকিব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, আগামী পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবারের আসরে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। বাদ পড়েছে খুলনা ও বরিশাল। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, আর ফাইনাল ম্যাচ ১৬ জানুয়ারি।
গত আসরে প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত হয়ে শাকিব বলেছিলেন, ‘মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা শতভাগ আশাবাদি-বিজয় আমাদেরই আসবে।’
যদিও মাঠের লড়াইয়ে সেই আসরে ঢাকা ক্যাপিটালস কাঙ্ক্ষিত ফল পায়নি, তবুও দলটির নতুন যাত্রায় আবারও নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান—যা বিপিএল ইতিহাসে অভিনয় জগতের একজন তারকার দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার নজির তৈরি করল।

