আজ ২ নভেম্বর, বলিউডের ইতিহাসে এক বিশেষ দিন। ৬০ বছর আগে এই দিনেই জন্মেছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। প্রেম, আবেগ আর ক্যারিশমায় তিন দশক ধরে কোটি ভক্তের হৃদয় জয়ে আছেন তিনি।
১৯৬৫ সালের এই দিনে নয়াদিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ ছোট পর্দায় অভিনয় দিয়ে যাত্রা শুরু করেন। ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর পর ১৯৯২ সালে দিওয়ানা ছবিতে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একে একে বাজিগর, ডর, দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, দেবদাস, ভীর জারা, চাক দে! ইন্ডিয়া, ডন, পাঠান ও জওয়ান-সবখানেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।
শুধু রোমান্স নয়, দেশপ্রেম ও সামাজিক বার্তা নিয়েও ভক্তদের মন ছুঁয়েছেন শাহরুখ। দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা থেকে শুরু করে কাজল ও মাধুরী দীক্ষিত-সব প্রজন্মের নায়িকাদের সঙ্গেই তার জুটি জনপ্রিয়।
ভারত ছাড়িয়ে শাহরুখ এখন গ্লোবাল আইকন। তার জন্মদিন ঘিরে মুম্বাইয়ের মান্নাতের সামনে জমে ওঠে হাজারো ভক্তের ভিড়। ফ্যান ক্লাবগুলো নানা সামাজিক উদ্যোগও নেয় এই দিনে-ক্যান্সার রোগী, বৃদ্ধাশ্রম ও শিশুদের সহায়তায়।
ব্যক্তিজীবনে স্ত্রী গৌরি খান ও তিন সন্তান-আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সুখী শাহরুখ। বিনয়, মানবিকতা আর আত্মবিশ্বাসে গড়া এই মানুষটি ৬০ বছর বয়সেও বলিউডের অনন্য সুপারস্টার।

