আগামী ১ নভেম্বর থেকে দেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে টাকা পাঠানো যাবে। এ সেবায় প্রতি হাজার টাকায় চার্জ লাগবে মাত্র ১ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক থেকে এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে (পিএসপি) অর্থ স্থানান্তরের নতুন এ সুবিধা চালু হচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) থেকে জারি করা এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এনপিএসবি প্ল্যাটফর্মে এই নতুন ইন্টার-অপারেবল (পারস্পরিক সংযুক্ত) সেবা চালু করা হচ্ছে। এর আগে এনপিএসবি শুধুমাত্র ব্যাংক টু ব্যাংক লেনদেনের সুযোগ দিতো।

সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে এমএফএসে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ১ টাকা ৫০ পয়সা, এমএফএস থেকে ব্যাংকে পাঠাতে খরচ হবে প্রতি হাজারে ৮ টাকা ৫০ পয়সা, ব্যাংক থেকে ব্যাংকে লেনদেনে ১ টাকা ৫০ পয়সা, ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারে (পিএসপি) লেনদেনে ২ টাকা চার্জ প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ চার্জ প্রেরক ব্যাংক, এমএফএস বা পিএসপি প্রতিষ্ঠান গ্রাহকের (প্রেরক) কাছ থেকে আদায় করবে। তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি বা চার্জ নেওয়া যাবে না।

এছাড়া, প্রতিটি ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার তাদের নিজস্ব লেনদেন সীমার মধ্যেই এ সেবা পরিচালনা করবে। এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

Share.
Exit mobile version