ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে চিঠি দিয়েছেন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, হেফাজতে ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের বদলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, “এটি সাধারণত আমার মন্ত্রণালয়ের আওতায় নয়, তবে আমি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে জানিয়েছি যে বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন।”

ড. খালিদ হোসেন বলেন, যে সমস্ত কওমি মাদরাসার ছাত্রদের দাওরা হাদিসের সনদ রয়েছে, যেটি পূর্বের সরকার এমএ অ্যারাবিক ও এমএ ইসলামিক স্টাডিজের সমমর্যাদা দিয়েছে, তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হলে ধর্ম, বাংলা ও অন্যান্য বিষয় খুব ভালোভাবে পড়াতে সক্ষম হবেন।

তিনি আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হেফাজতের আপত্তি ও বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে বিষয়টি বিবেচনা করছে। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা হবে কি না-এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়।

Share.
Exit mobile version