শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি ভাই, তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই শুরু করেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।’

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কিছু বন্ধুদের বলতে চাই, মায়েদের ইজ্জত নিয়ে কখনো টান দেবেন না। সব সহ্য করা যাবে, কিন্তু মায়েদের সম্মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, সরকারি করের বাইরে দেশে একটি ‘বেসরকারি ট্যাক্স’ চালু রয়েছে। এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও এই ট্যাক্স আদায় করা হয়। তিনি বলেন, ‘এই চাঁদাবাজি বন্ধ করা হবে। ট্যাক্সের নামে আর কোনো চাঁদাবাজি চলবে না ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। দেশে আর কোনো ভোটচোর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, যারা নিজের দলের লোকদের চাঁদাবাজি ও দখলবাজি থেকে রক্ষা করতে পারে না, তারা কখনো সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে না।

তিনি আরও বলেন, ‘মানুষ আর ভোট ডাকাতি দেখতে চায় না। একই সঙ্গে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। নতুন পোশাকে ফ্যাসিবাদ ফিরে এলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে।’

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version