আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রধান দুই সন্দেহভাজনকে চিহ্নিত করলেও তিন দিন পেরিয়ে গেলেও তাদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্ত দুজন হলেন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ।

গত শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করা হয়। গুলিটি তাঁর ডান কানের নিচে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক।

হামলার ঘটনার বিবরণ
গোয়েন্দা সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদই হাদিকে গুলি করেন এবং মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হাদি রিকশায় ওঠার পর মোটরসাইকেলে পিছু নেয় অভিযুক্তরা। বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকেই গুলি করা হয়।

ভারতে পালানোর অভিযোগ
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, গুলির ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তবে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী, ইমিগ্রেশন ডেটাবেজে তাদের দেশত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম বলেন, ফয়সালের পাসপোর্ট নম্বর ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিজিবিকে সতর্ক করা হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তারা দেশ ছেড়েছে।

আটক ও তদন্ত অগ্রগতি
এই ঘটনায় পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে পুলিশ ও র‍্যাব। গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত থাকার অভিযোগে শেরপুর থেকে আটক করা হয়েছে সঞ্জয় চিসিম ও সিবিয়ন দিওকে।

হাদির শারীরিক অবস্থা
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদির মস্তিষ্কে এখনও বুলেটের একটি অংশ রয়ে গেছে, যা স্পর্শকাতর রক্তনালির কাছে অবস্থান করছে। মস্তিষ্কে ব্যাপক ফোলা ও রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস নিচ্ছেন।

সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত
উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version