পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবি আজিয়াটার শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি স্মার্টপে লিমিটেড দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য ডিজিটাল লেনদেন সেবা।

রবি আজিয়াটা দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। কোম্পানিটি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও হিসেবে রেকর্ড গড়েছিল।

বর্তমানে রবির ৬১.৮২ শতাংশ শেয়ার মালিকানায় রয়েছে মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের, ২৮.১৮ শতাংশ ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের, এবং বাকি ১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Share.
Exit mobile version