মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে উত্তপ্ত শোবিজ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেক তারকা-তাসনিয়া ফারিণের বক্তব্য। শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে তৈরি হয় ব্যাপক আলোড়ন। ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে ২৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলার বাদী আমিরুল ইসলাম এই মামলা দায়ের করেন। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় গত ৩ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
তবে গতকাল সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী মেহজাবীন। বিষয়টি তার আইনজীবী তুহিন হাওলাদার নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়—পার্টনারশিপ ব্যবসার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই আলিসান। পরে টাকা ফেরত চাইলে বাদীকে বারবার সময়ক্ষেপণ করা হয় এবং এক পর্যায়ে হাতিরঝিলে ডেকে নিয়ে অপমান ও হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পরই শিল্পীদের প্রতি নানামুখী হয়রানি বন্ধে সোচ্চার হন তাসনিয়া ফারিণ। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন- ‘শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।’
তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেয়। নেটিজেনদের একাংশ মনে করছেন-শোবিজ অঙ্গনে শিল্পীদের জড়িয়ে হঠাৎ করে একের পর এক আইনি ঝামেলা তৈরি হচ্ছে। ফলে শিল্পীদের সুরক্ষা ও মর্যাদা রক্ষায় শিল্পী সংগঠনসহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের ব্যক্তিদের এগিয়ে আসার সময় এসেছে।
বিনোদন জগতের বহু প্রভাবশালী তারকাই বিষয়টি নিয়ে মতামত দিচ্ছেন। শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার এই দাবি আগামী দিনগুলোতে কীভাবে বিবেচিত হয়, তা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

