মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশবাসীর উদ্দেশে ধৈর্য ও ঐক্যের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। পরে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ বলে উল্লেখ করেন।
জামায়াত আমির পোস্টে লেখেন, বাংলাদেশ নানা রাজনৈতিক উত্তাপ ও অস্থিরতার মধ্য দিয়ে পার হচ্ছে। এ সময়ে ন্যায়বিচার, সত্য ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেখানে নীতি, স্বচ্ছতা ও জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়।
তিনি আরও বলেন, ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়; সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে।
দেশবাসীর প্রতি আহ্বানে জামায়াত আমির লিখেন, এই সংকটময় সময়ে ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিরাপদ থাকবে, বিচার হবে নিরপেক্ষ, এবং পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।
পোস্টের শেষে তিনি দেশের জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের প্রার্থনা করেন।

