রাজধানী ঢাকায় গ্যাসের চাপ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
শনিবার (১০ জানুয়ারি) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের একটি গ্যাস পাইপলাইনের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়। লিকেজ মেরামতের কাজ করতে গিয়ে বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে গ্যাসের চাপ সীমিত করতে হয়।
এর ফলে ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দেয়।
তিতাস গ্যাস জানায়, ক্ষতিগ্রস্ত ভালভটি নতুন ভালভ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে এবং গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। তবে বিতরণ নেটওয়ার্কে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

