চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ফের নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন। সাড়ে পাঁচ মিলিয়নের বেশি অনুসারী থাকা নিজের ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে রহস্য তৈরি করেছেন তিনি। ইংরেজিতে দেওয়া ক্যাপশনে মিম লিখেছেন, ‘Next project coming, guess who?’—যার বাংলা করলে দাঁড়ায়, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন তিনি কে?’

ছবিতে অভিনেতার মুখ দেখা না যাওয়ায় মন্তব্যের ঘরে ভক্তদের নানা জল্পনা শুরু হয়। কেউ মনে করেছেন অভিনেতা শরিফুল রাজ, কেউ আবার আরিফিন শুভর নাম উল্লেখ করেন। অনেকেই লিখেছেন, এই গেটআপ ও স্টাইল রাজ ছাড়া আর কারও হতে পারে না।

মিমের এমন রহস্যময় পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ধারণা করছেন কে হতে পারে, আপাতত কিছু বলা বারণ। তবে এটুকু বলতে পারি, এটি নতুন কাজের খবর। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে।’

এরপর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছবিতে থাকা অভিনেতা আসলে শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর দীর্ঘ বিরতি শেষে আবারও জুটি বাঁধছেন রাজ ও মিম। এবার তাদের নিয়ে একটি রোমান্টিক গল্পের সিনেমা নির্মাণ করছেন পরিচালক আলভী আহমেদ। যদিও রাজ, মিম কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সূত্র জানায়, সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে রাজশাহীতে যাওয়ার আগেই আলভী আহমেদের সিনেমায় চুক্তিবদ্ধ হন মিম। পরে সিনেমাটির জন্য শরিফুল রাজকেও চূড়ান্ত করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি ও উপযুক্ত সময় বিবেচনায় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শরিফুল রাজ বলেন, ‘আমি এখন তানিম নুর পরিচালিত “বনলতা এক্সপ্রেস” সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এই সিনেমার বাইরে অন্য কোনো প্রজেক্ট নিয়ে আপাতত কিছু বলতে চাই না। নতুন কোনো সিনেমার খবর থাকলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই জানানো হবে।’

উল্লেখ্য, রাজ ও মিমের প্রথম জুটি ‘পরাণ’ মুক্তি পায় ২০২২ সালের ঈদুল আজহায় এবং সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা পায়। এরপর একই পরিচালকের ‘দামাল’ সিনেমায়ও তারা একসঙ্গে অভিনয় করেন। তবে প্রায় পাঁচ বছর ধরে তাদের আর একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদের মধ্যে আক্ষেপ ছিল।

এদিকে, সিনেমায় অনুপস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে মিম বলেছিলেন, ‘আমি চাইলে ‘পরাণ’-এর পর অনেক সিনেমা করতে পারতাম। কিন্তু মানহীন কাজ করতে চাইনি। ভালো গল্পের অপেক্ষায় ছিলাম।’ সেই অপেক্ষার পরই তিনি ‘মালিক’ সিনেমায় শুটিং করেন এবং এবার নতুন সিনেমার ইঙ্গিত দিলেন।

অন্যদিকে, গেল ঈদুল আজহায় রাজ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তি পায়। বর্তমানে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কাজে ব্যস্ত, যা আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে।

Share.
Exit mobile version