বিবিসির একটি তথ্যচিত্রে তার বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করায় ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্টের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর—এএফপি।
ট্রাম্প বলেন, বিবিসি তাদের ভুলের বিষয়টি স্বীকার করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই তিনি আগামী সপ্তাহেই তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। তার দাবি, ‘তারা প্রতারণা স্বীকার করেছে।’
গত সোমবার ট্রাম্পের আইনজীবী বিবিসিকে চিঠি পাঠিয়ে অভিযোগ তোলেন যে, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্রে ট্রাম্পের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে ক্ষুণ্ন করা হয়েছে। চিঠিতে বিবিসিকে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ প্রদানের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
বিবিসি গত বছর প্রচারিত উক্ত তথ্যচিত্রের জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। তারা স্বীকার করে যে ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল, যাতে মনে হতে পারে ট্রাম্প দাঙ্গার আগে সমর্থকদের ‘সহিংস হতে’ আহ্বান জানিয়েছিলেন। এ বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী এরই মধ্যে পদত্যাগ করেছেন।
তবে বিবিসি জানিয়েছে, মানহানির অভিযোগের কোনো ভিত্তি নেই। করপোরেশনের চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে ট্রাম্পকে দুঃখপ্রকাশ করলেও ক্ষতিপূরণের দাবি মানতে অপারগতা প্রকাশ করেন।
ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। যদিও স্টারমার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তার অবস্থান আগেই জানিয়েছেন। ট্রাম্পের ভাষায়, ‘যুক্তরাজ্যের মানুষ ক্ষুব্ধ। কল্পনা করতে পারেন, বিবিসি ভুয়া খবর প্রচার করছে?’

