দেশজুড়ে পরপর ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয় বলে জানান উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমরা আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে, যারা বিশেষজ্ঞ দ্বারা ভবন পরিদর্শন করাবে। ৪ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপাচার্য আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হবে।

জকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জকসুর কার্যক্রম যথারীতি চলবে। তবে আগামীকাল প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে বসবে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল খালি করতে নির্দেশ দেয়।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version