রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ নির্ধারণ করেন।

মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি-রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম-এর পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।

অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান লিপন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি (যাবজ্জীবন) প্রত্যাশা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে মোট ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ২৩ জনকে আসামি করা হয়।

এ ছাড়া জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব, অতিরিক্ত সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন সদস্য ও কর্মকর্তাসহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনও অভিযোগপত্রভুক্ত।

তিন মামলার বিচার শেষে আদালত এখন রায় ঘোষণার অপেক্ষায় আছে। আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণা করা হবে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version