বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের ভিত্তিতেই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শিগগিরই দেশে ফিরবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সংশয় বা সন্দেহের অবকাশ নেই।’

এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তিনি এখনো ট্রাভেল পাসের আবেদনও করেননি। আবেদন করা হলে তা দ্রুত ইস্যু করা হবে এবং দেশে ফিরতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এরপর একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে যান তিনি এবং প্রায় দেড় যুগ ধরে সেখানেই অবস্থান করছেন।

Share.
Exit mobile version