পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এতে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটে।

কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উজমা বলেন,‘আমার বোনদের (আলিমা খান ও নরিন খান) সঙ্গে কথা বলে আপনাদের আরও তথ্য জানাবো।’

এর আগে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেয়ে উজমা খান আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং জানান, কারাগার থেকে ফিরে বিস্তারিত জানাবেন।

ইমরান খানের সাক্ষাৎ উপলক্ষে আদিয়ালা কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগার রোডে পাঁচটি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়।

জেলা পুলিশের ১২টি থানার সদস্য, নারী পুলিশ, এবং ৭০০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন রাখা হয়েছে। তাদের কাছে অ্যান্টি-রায়ট সরঞ্জামও রয়েছে। কেবল কঠোর তল্লাশির পর যানবাহনকে কারাগার এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সূত্র: জিও নিউজ

Share.
Exit mobile version