পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় অনুপস্থিতিতে ঘোষিত রায়কে ‘ত্রুটিপূর্ণ, প্রহসনমূলক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই রায়কে গুরুত্ব দেওয়ার কিছু দেখি না। শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি প্রহসন। ‘ক্যাঙ্গারু কোর্টের’ এই সিদ্ধান্ত অনুমানযোগ্য এবং ভিত্তিহীন।’

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ মামলায় টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তাঁর মা শেখ রেহানাকে সাত বছর এবং খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনেরই অনুপস্থিতিতেই রায় ঘোষিত হয়। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডও দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়-ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকার পরও সেই তথ্য গোপন করে ‘দুর্নীতির মাধ্যমে’ শেখ রেহানা পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার প্লট নেন। বোনকে প্লট দিতে শেখ হাসিনা ‘ক্ষমতার অপব্যবহার’ করেন। আর টিউলিপ সিদ্দিক তাঁর মাকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে ‘প্রভাবিত’ করেছিলেন বলে অভিযোগ করা হয়।

টিউলিপ সিদ্দিক এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।

এ মামলায় আরও যেসব আসামি আছেন, তাঁদের প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

টিউলিপ সিদ্দিকের কঠোর প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর মন্তব্যের পর রায়কে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।

Share.
Exit mobile version