দেশের নন-লাইফ বীমা খাতে এজেন্ট কমিশন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত ২৫ নভেম্বর (মঙ্গলবার) আইডিআরএ সদর দপ্তরে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশনা ও প্রক্রিয়া জানানো হবে।

৫ ডিসেম্বরের মধ্যে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব

বৈঠকে সিদ্ধান্ত হয়-সব নন-লাইফ বীমা প্রতিষ্ঠানকে ৫ ডিসেম্বরের মধ্যে ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাব আইডিআরএ-তে পাঠাতে হবে। এরপর প্রস্তাবের ভিত্তিতে নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্ট কমিশন ‘শূন্য শতাংশ’ ঘোষণার প্রজ্ঞাপন জারি করবে কর্তৃপক্ষ।

প্রজ্ঞাপন জারির পর কোনো প্রতিষ্ঠান এ নির্দেশ লঙ্ঘন করলে তা মনিটরিং করা হবে। আইডিআরএ জানায়-সংস্থাটির লোকবল সংকট থাকায় মনিটরিংয়ে সহযোগিতা করতে হবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে। এ জন্য বিআইএ একটি ভিজিলেন্স টিম গঠন করবে।

এই টিম কোনো প্রতিষ্ঠানে কমিশন প্রদানের অনিয়ম পেলে তা কর্তৃপক্ষকে জানাবে। যাচাইয়ের পর বীমা আইন ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেবে আইডিআরএ।

আইডিআরএ জানিয়েছে, নন-লাইফ বীমা খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজেন্ট কমিশন শূন্য শতাংশ কার্যকর হলে প্রিমিয়াম নির্ধারণ, সেবা কাঠামো ও দাবি নিষ্পত্তিতে আরও স্বচ্ছতা আসবে বলেও আশা করা হচ্ছে।

Share.
Exit mobile version