আগামী ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দিনটিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হলেও কোনো উদ্বেগ বা উৎকণ্ঠার কারণ নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ তামিম।
রবিবার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না। সেদিন বিচারক ভবিষ্যতের একটি তারিখ নির্ধারণ করবেন, যেদিন রায় ঘোষণা করা হবে।
গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল জুলাই–আগস্টের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিনটি নির্ধারণ করে।
তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক আছেন। অন্যদিকে কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হয়েছেন। মামলার যুক্তিতর্কের কার্যক্রম গত আগস্ট মাসেই শেষ হয়েছে।
