মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ দীপ্ত টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক ‘রূপনগর’-এ অভিনয় করে দর্শক ও সমালোচক থেকে দারুণ সাড়া পাচ্ছেন। কায়সার আহমেদ পরিচালিত এই নাটকটি সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছে।
শখ বলেন, আলহামদুলিল্লাহ, নাটকটি প্রচারের পর থেকেই দর্শক প্রত্যাশার চেয়ে বেশি সাড়া দিয়েছেন। এটি নারীকেন্দ্রিক গল্প, যা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, সহ-অভিনেতাদের সঙ্গে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাই সবচেয়ে জরুরি। সেটে স্বাচ্ছন্দ্য বেশি থাকলে পর্দায় রসায়ন আরও ফুটে ওঠে।
শখ জানান, বর্তমানে তিনি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং নতুন ধারাবাহিক ও বিজ্ঞাপন নিয়ে আলোচনা চলছে। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি সঠিক গল্প ও চরিত্রের জন্য অপেক্ষা করছেন।
নাচের প্রসঙ্গেও শখ জানান, এটি তার শুরু থেকেই ভালোবাসার জায়গা। অনলাইনে প্রকাশিত ছোট ছোট রিলসের মাধ্যমে দর্শকের প্রশংসা পেয়েছেন।
শখ বলেন, পরিবারে কেউ মিডিয়ায় নেই, আমি কখনো ভাবিনি মিডিয়াকে পেশা হিসেবে নেব। দর্শক আমাকে ভালোবাসার মাধ্যমে উৎসাহ দিয়েছেন, যা আমার জন্য বড় আশীর্বাদ।
