বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন,
শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে।
সাদিক কায়েম বলেন, এখানে যারা দিন-রাত অবস্থান করছেন, তাদের দাবিগুলো খুবই যৌক্তিক। তারা বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন—এটা খুব বেশি কিছু নয়। তাহলে কেন তাদের দাবি পূরণ করা হচ্ছে না?
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি বলেন, যে হাজার হাজার কোটি টাকা অতীতে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনুন। সেখান থেকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিন।
এর আগে, শিক্ষকদের আন্দোলনের মুখে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আমরণ অনশন ঘোষণার ঘোষণা দিয়েছেন।
