ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান তারেক রহমান। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি খাদিমনগরে অবস্থিত হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করেন তারেক রহমান। পরে তিনি নগরীর গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
