প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো রাজনৈতিক দলকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যাখ্যা দেবে না। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত, আর ইসি নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কারও কথায় চলে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাগরিক ঐক্যও শাপলা চেয়েছিল তাদেরকেও দেওয়া হয়নি। তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এতো কথা কেন এমন প্রশ্ন রেখে সিইসি বলেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। কোনো দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে। কিন্তু এতে কোনো সমস্যা নেই। ইসি কারও কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায়।
সিইসি বলেন, ‘আশা করি সব রাজনৈতিক দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে। কমিশন সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে।’
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রসঙ্গে তিনি জানান, ইসি কোনো অস্বচ্ছতা রাখতে চায় না। যেসব দলের বিষয়ে নতুন করে আপত্তি এসেছে তাদের নিয়ে পুনরায় খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ সময় প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে সিইসি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি কাজ করছে এবং রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, কমিশন ঐতিহাসিক নির্বাচন করতে চায়।
শাপলা প্রতীক না পেলে এনসিপির হুঁশিয়ারি প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটি কোনো হুমকি নয়। তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়।’
এদিকে নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার জারি করা প্রজ্ঞাপনে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হলেও শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।
