ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়।
ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।
বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।
এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত ১৮ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
উল্লেখ্য, এর আগেও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে একাধিক নৌদুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে অতিরিক্ত যাত্রী বহন ও বৈরী আবহাওয়াকে দায়ী করা হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ
