ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বহাল রাখার রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট প্রকাশকে অবৈধ ঘোষণা করেন। ওই রায়ে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত বাতিল করা হয়।
ওই রায়ের বিরুদ্ধে করা আপিলে সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। ফলে ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরে যাচ্ছে এবং সংশ্লিষ্ট গেজেট কার্যকর থাকছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট দায়ের করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চান, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রায় দেন, যা আপিল বিভাগেও বহাল থাকল।
এই রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের নির্বাচনী এলাকার পূর্বের কাঠামোই বজায় থাকছে।
