প্রবাসী আয় বৃদ্ধি ও প্রবাসী ব্যাংকিং খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী ‘এক্সেলেন্স ইন রেমিট্যান্স লিডারশিপ অ্যান্ড ডায়াসপোরা ব্যাংকিং অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে এনআরবি গ্লোবাল এবং এনআরবি ফ্যামিলি সাপোর্ট।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে আহসান জামান চৌধুরীর হাতে এই সম্মাননা তুলে দেন।
প্রবাসী আয় বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব, প্রবাসী গ্রাহকদের জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
আয়োজকরা জানান, আহসান জামান চৌধুরীর নেতৃত্বে প্রবাসী ব্যাংকিং সেবায় নতুন উদ্ভাবন ও গতিশীলতা এসেছে, যা প্রবাসী আয় ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করেছে।
