বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্গাপূজার সময়ে ড. মুহাম্মদ ইউনূসের মুখাকৃতি ব্যবহার করে ‘অসুর’ বানানো ভারতের নিম্নরুচির পরিচয় দিয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব এর নবগঠিত কমিটির নেতাদের পক্ষ থেকে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ভারতে ড. ইউনূসসহ আরও কয়েকজন বিশ্বনেতার মূর্তি অত্যন্ত নিম্নরুচির পরিচয় বহন করছে। আমরা এটি কল্পনাও করতে পারি না যে, যেসব দেশে শিল্পকলার এত চর্চা হয়, সেখানে এমন অপসংস্কৃতির পরিচয় তৈরি হচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ়ভাবে টিকে আছে। হিন্দু-মুসলমান সবাই একত্রিতভাবে দুর্গাপূজা উদযাপন করেছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসার ছাত্ররা পূজামণ্ডপ পাহারা দিয়েছে, যা বাংলাদেশের ঐতিহ্য ও সম্প্রীতির পরিচায়ক।
রিজভী অভিযোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজন বসানো হচ্ছে। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করবে। জনগণ ও আমরা প্রত্যক্ষ করছি।’ তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠু হয় এবং কোনো রাজনৈতিক দলের প্রভাব প্রতিপন্ন না হয়।
রিজভী ফেসবুক ও গণমাধ্যমে বলেন, যে সময় পেয়েছেন, এই সময়ের মধ্যে জনগণ ভোট দিতে প্রস্তুত। নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কারোও ফল হবে না।
ম্যাংগোটিভি/আরএইচ
