বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষে ঢাকার নাম। রোববার (৯ নভেম্বর) সকাল ৮টা ১২ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী রাজধানীর বাতাসের মান ২০৯ স্কোর রেকর্ড করা হয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর (Very Unhealthy)’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ভারতের দিল্লি ৬৮৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর, দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (২৫৫) এবং তৃতীয় স্থানে কুয়েত সিটি (২৫৭) অবস্থান করছে।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১–২০০ এর মধ্যে হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণের কারণ হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণসাইটের ধুলো ও উন্মুক্ত উন্নয়নকাজকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই দূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ুদূষণ এখন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই উন্নয়নকাজে সুরক্ষা মান মানা হয় না, ফলে নির্মাণযজ্ঞ এখন নতুন দূষণ উৎসে পরিণত হয়েছে।
ম্যাংগোটিভি/আরএইচ
