জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করেছে সরকার।
রোববার (২৫ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ প্রকাশ করে গেজেট জারি করা হয়।
অধ্যাদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে সর্বাত্মক গণঅভ্যুত্থানে অংশ নেয়, তা পরবর্তীতে ‘জুলাই ও আগস্ট হিসেবে স্বীকৃতি পায়।
এতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে নির্বিচার হত্যাকাণ্ড ও সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটে। এসব পরিস্থিতিতে আত্মরক্ষাসহ জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়, যা ছিল অনিবার্য।
অধ্যাদেশে আরও বলা হয়, গণঅভ্যুত্থান চলাকালীন প্রতিরোধমূলক কর্মকাণ্ড এবং জনশৃঙ্খলা পুনর্বহাল প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করা প্রয়োজন। সেই বিবেচনায় এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়েছিল।
ম্যাংগোটিভি /আরএইচ
