জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের গণভোটে রাজি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মতে, জুলাই সনদ বাস্তবায়নে জনসমর্থন যাচাইয়ের জন্য গণভোটে সম্মতি দেওয়া ছিল রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত। তবে যেহেতু এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে, তাই বিএনপি এখন দাবি করছে-জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এ বিষয়ে বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তিনি বলেন, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের একই দিনে, একই ভোটকেন্দ্র, একই কর্মকর্তা এবং একই ব্যালট বাক্স ব্যবহার করে অনুষ্ঠিত হতে হবে।
বিএনপির নেতারা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আলাদাভাবে আয়োজন করা হলে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দলের ওপর নেতিবাচক রাজনৈতিক প্রভাবও পড়তে পারে।
এদিকে জামায়াতে ইসলামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে।
ম্যাংগোটিভি/আরএইচ
