ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন রূপে যাত্রা শুরু করেছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরিফ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম (এফসিএ, এফসিএস), রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা, জোনপ্রধান ও শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ইসলামী ব্যাংকের ৩ কোটির বেশি গ্রাহক, ৪০০ শাখা, ২৭১ উপশাখা এবং প্রায় ২ হাজার ৮০০ এজেন্ট আউটলেটের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এই শক্তিশালী অবকাঠামো কাজে লাগিয়ে এমক্যাশকে আরও এগিয়ে নিতে হবে। তিনি রেমিট্যান্স প্রবাহ, এসএমই ও রিটেইল খাতে এমক্যাশের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ক্যাশলেস সমাজ গঠনে এমক্যাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে স্বচ্ছতা আসবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বাজার যেন এককেন্দ্রিক না হয়ে আরও বিস্তৃত হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন গভর্নর।
সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ৩ কোটি গ্রাহকের শক্তি নিয়ে এমক্যাশ অচিরেই দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্মে পরিণত হবে। তিনি এমক্যাশ ব্যবহারে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান।
রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমক্যাশে যুক্ত হয়েছে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব সুবিধা। এমক্যাশ থেকে এমক্যাশে সেন্ড মানিতে কোনো ফি নেই। ক্যাশআউট চার্জ প্রতি হাজারে সর্বনিম্ন ৭ থেকে ১৩ দশমিক ৯০ টাকা। বিদেশ থেকে রেমিট্যান্স সরাসরি এমক্যাশে গ্রহণ, বিল পরিশোধ, মেট্রোরেল র্যাপিড পাস রিফিল, সামাজিক সুরক্ষা ভাতা ও বেতন গ্রহণসহ ২৪ ঘণ্টা লেনদেনের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে এমক্যাশ ডিজিটাল আর্থিক সেবায় নতুন মাত্রা যোগ করবে।
