Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: ম্যাংগো টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত তালিকা ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি সংস্থার তালিকা প্রকাশ করে ইসি। এদের বিরুদ্ধে আপত্তি, অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে, যাদের নিবন্ধন কার্যকর হবে চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত। ইসি জানায়, নতুন…
নেতাকর্মীদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই কঠিন হতে যাচ্ছে। তিনি বলেছেন, ‘ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে।’ সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনোনয়ন নিয়ে দলের ভেতরে বিরোধ ও ক্ষোভের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘তোমরা প্রার্থীর জন্য নয়, দলের জন্য কাজ করবে। মনোনয়ন যাকে দেওয়া হয়েছে সে হয়তো তোমার ঘনিষ্ঠ নয়, কিন্তু মুখ্য হলো ধানের শীষ- মুখ্য দল, দেশ গড়ার পরিকল্পনা।’ তিনি বলেন, আন্দোলনের সময় যেমন জনগণকে বিশ্বাস করানো হয়েছে, তেমনি উন্নয়ন…
রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার–২০২৫’। আগামী ৮ ডিসেম্বর (সোমবার) আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হবে ছয় দিনব্যাপী এ মেলা, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। দেশ-বিদেশের খ্যাতনামা প্রযুক্তি ব্র্যান্ডগুলো তাদের সর্বাধুনিক পণ্য প্রদর্শন করবে মেলায়। থাকছে বিশেষ মূল্যছাড়, নিশ্চিত উপহার, ক্যাশব্যাকসহ নানা অফার। এবারও অনুষ্ঠিত হচ্ছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইট। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর (শুক্রবার) বিসিএস কম্পিউটার সিটির উন্মুক্ত মঞ্চে। গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সবাইকে আহ্বান জানাই সিটি আইটি মেগা ফেয়ার ঘুরে দেখতে এবং উৎসবে অংশ…
ছাত্রদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রবিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, অভিযুক্ত শিক্ষকের একজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত),…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন-বই করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর প্রশিক্ষণ চলছে, যা জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন,‘ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।’ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘কেউ ঘর থেকে বের হতে পারছেন না-…
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসা থেকে মা–মেয়ে—লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫)-মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর ভবনের সপ্তম তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসার গৃহকর্মী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে আটকের চেষ্টা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার তদন্ত চলছে।’ ম্যাংগোটিভি / আরএইচ
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক কর্মসূচিতে বলেন, তাদের দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম উপদেষ্টা বলেন, ‘আমি এটিকে রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছি। আগামীতে ক্ষমতায় গেলে—এই কথাটির…
চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের ‘হেভিওয়েট’ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের আনা হয় আদালতে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালে আনা আসামিরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, ওয়ার্কার্স…
পঞ্চগড়ে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে চলেছে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের ফলে শীতের অনুভূতি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও সোমবার ঘন কুয়াশা ছিল না, তবে ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও তাতে খুব একটা উষ্ণতা অনুভূত হয়নি। এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে…
মোহাম্মদ নাইম ও সৌরভ কর্মকার ভালো শুরু করলেও সেট হতে পারেননি। তবে তাদের তৈরি করে দেওয়া মঞ্চে দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন আদ্রিতো ঘোষ। তার ইনিংসেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৮ রানের সহজ জয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রান তোলে বাংলাদেশ। জবাবে জেসন ফার্নান্দোর ৭৮ রানের পরও ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানের বেশি যেতে পারেনি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই আরোশা সিথুমিনা ফিরে যান। পরের ওভারেই বিদায় নেন রেহান পেইরিস। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই…
ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
একটি সহযোগী প্রতিষ্ঠান।
- ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
- মোবাইল নম্বর: +৮৮০১৬১০৬০০০৭০
- ইমেইল: info@mangotv.net
সম্পাদক ও প্রকাশক
মুহম্মদ তৌফিকুল ইসলাম