বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বয়কটের ঘোষণা দিয়ে ক্রিকেটারদের ডাকা সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি স্পষ্ট করে বলেছেন, দাবি মানা হলেই কেবল মাঠে নামবেন ক্রিকেটাররা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ক্রিকেটাররা খেলার বিপক্ষে নন, তবে অপমান ও প্রশ্নবিদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়।
মিঠুন বলেন, ‘আমরা খেলতে চাই। কিন্তু সবকিছুর একটা সীমা আছে। পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ক্রিকেটারদের অপমান করা হয়েছে।’
ক্রিকেটারদের সিদ্ধান্তের কারণে দিনের প্রথম ম্যাচ নির্ধারিত সময় দুপুর ১টায় শুরু হয়নি। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচের সূচি থাকলেও সেটিও অনিশ্চয়তায় রয়েছে। তবে একটি শর্তে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন ক্রিকেটাররা বলে জানান কোয়াব সভাপতি।
তিনি বলেন, ‘প্রতিবাদ হিসেবে আমরা দিনের প্রথম ম্যাচ খেলব না। বিসিবি বলছে, তাদের ৪৮ ঘণ্টার একটি প্রসিডিউর আছে। আমরা চাই, বিসিবি মিডিয়ার সামনে এসে ঘোষণা দিক—এই ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পরিচালক এম নাজমুল ইসলামকে বহিষ্কার করা হবে।’
মিঠুন আরও বলেন, ‘যদি তাকে বহিষ্কার না করা হয় এবং এরপর ক্রিকেটাররা আবার ম্যাচ বয়কট করে, তাহলে এর দায়ভার ক্রিকেটারদের থাকবে না। তখন সেই দায়ভার বোর্ডের ওপরই যাবে। তবে বিসিবি যদি অফিসিয়াল ঘোষণা দেয়, তাহলে ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।’
উল্লেখ্য, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরই ধারাবাহিকতায় কোয়াবের পক্ষ থেকে বিপিএল বয়কটের ঘোষণা দেওয়া হয়, যা টুর্নামেন্টের সূচি ও আয়োজনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
