চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনেই ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসী আয় প্রবাহে ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে বিপুল অঙ্কের রেমিট্যান্স আসে, যা এখনো সর্বোচ্চ মাসিক রেকর্ড হিসেবে রয়েছে।
তবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। বিজয়ের মাস ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের পরিমাণ ছিল-জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
সার্বিকভাবে ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখছে।
