রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসা থেকে মা–মেয়ে—লায়লা আফরোজ (৪৮) ও নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫)-মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে খবর পেয়ে শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর ভবনের সপ্তম তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসার গৃহকর্মী হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার তদন্ত চলছে।’
ম্যাংগোটিভি / আরএইচ
